ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ১০:৩২ এএম, ১৯ জুলাই ২০২১

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নেই। স্বাভাবিকভাবেই চলাচল করছে গাড়ি। তবে সড়কে বাসের জন্য ভিড় করছেন ঘরমুখো যাত্রীরা। তবে স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত। যাত্রীদের সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি।

সোমবার (১৯ জুলাই) সকালে সিদ্ধিরগঞ্জস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ও সাইনবোর্ড মোড়ে এমন চিত্র দেখা গেছে।

jagonews24

অধিকাংশ যাত্রী, বাসচালক ও হেলপারদের মুখে মাস্ক নেই। যাত্রীদের ভিড় থাকলেও পর্যাপ্ত সংখ্যক বাস মহাসড়কে রয়েছে। ভাড়া নিয়েও যাত্রীদের কোনো অভিযোগ নেই।

মাসুদ রানা নামের এক যাত্রী দাউদকান্দি যাবেন। তিনি বলেন, ‘আমি আমার ভাইয়ের জন্য অপেক্ষা করছি। আজ হেলপাররা বেশি ভাড়ার বিনিময়ে যাত্রীদের ডাকছে না। ভাড়া ঠিকই আছে।’

jagonews24

সাইফুল ইসলাম নামে আরেক যাত্রী ফেনী যাবেন। তিনি বলেন, ‘অনেক সময় দেখা যায় সুযোগ পেলে বাসভাড়া বেশি নেয়া হয়। কিন্তু আজ অতিরিক্ত ভাড়া কেউ চায়নি।’

মনু মিয়া নামের এক হেলপার বলেন, ‘আমরা এক সিটে (আসন) একজন কইরা যাত্রী নিতাছি। যা ভাড়া, তাই নিতাছি। বেশি ভাড়া নিমু না।’

jagonews24

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘সকাল থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ফাঁকা রয়েছে।’

যাত্রীদের স্বাস্থ্যবিধি না মানার ব্যাপারে তিনি জানান, স্বাস্থ্যবিধি না মানলে পুলিশ তাদের সচেতন করছে।

এসকে শাওন/এসজে/জিকেএস