ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
কিশোরগঞ্জের বাজিতপুরে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে উপজেলার পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মো. মারুফ শাহ (৩৫) ও ভৈরব বাসস্ট্যান্ড এলাকার মো. সেলিম মিয়ার ছেলে মো. সুমন মিয়া।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার সন্ধ্যায় সুমন ও মারুফ মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। পথে পিরিজপুর এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নূর মোহাম্মদ/এসএমএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান