ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের
ফাইল ছবি
ফরিদপুরের মধুখালী ও নগরকান্দা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও দুজন। মঙ্গলবার (২০ জুলাই) সকালে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন- মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ছব্দালপুর গ্রামের আকামত মোল্যার ছেলে মামুন (৩৬), ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সুলতান (৪০) ও পটুয়াখালীর বাউফলের পূর্ব চারঘাটি গ্রামের হানিফ হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (৩৩)।
করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন শাহ জানান, মঙ্গলবার সকালে মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিন ব্যক্তিকে একটি অজ্ঞাত নামক পরিবহন চাপা দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত ব্যক্তি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, সকালে ফরিদপুরের নগরকান্দায় পিকআপের ধাক্কায় শাহিন হাওলাদার (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এ সময় মেহেদী হাসান নামে আরও একজন আহত হয়েছেন। ঘটনার পর ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’
এন কে বি নয়ন/এসজে/এমএস