ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জ কারাগারে ঈদ কাটবে ৭৮০ বন্দির, থাকবে পোলাও মাংস

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২০ জুলাই ২০২১

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। এবার চাঁপাইনবাবগঞ্জ কারাগারে ঈদ উদযাপন করবেন ৯ জঙ্গিসহ ৭৮০ বন্দি। এরমধ্যে ২৪ নারী এবং ১৭ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দিও রয়েছেন।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেল সুপার মজিবুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কারাগারের ভেতরে এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। তবে ওয়ার্ডে এবং সেলে নিজ দায়িত্বে বন্দিরা নামাজ আদায় করতে পারবেন। করোনার কারণে বন্দিদের সঙ্গে আত্মীয় স্বজনের দেখা করার সুযোগ থাকছে না। তবে ১০ টাকা থাকলে প্রতি মিনিট এক টাকার বিনিময়ে ঈদের তিনদিন কথা বলা যাবে পরিবারের সঙ্গে।’

জেল সুপার আরও বলেন, ‘করোনার কারণে খুব সতর্ক অবস্থায় থাকতে হচ্ছে। যার কারণে এবারও কারাগারের ভেতর কোনোরকম বিনোদনের ব্যবস্থা থাকছে না। ঈদের দিন সকালে খিচুড়ি আর ডিম, দুপুরে পোলাও মাংস এবং রাতে সাদা ভাত সঙ্গে ডাল আর মাছ দেয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা.জাহিদ নজরুল চৌধুরী জানান, কারাগারে নতুন বন্দিদের প্রবেশের সময় করোনা পরীক্ষার কিট সরবরাহ করা হয়েছে। অ্যান্টিজেন্ট টেস্টের মাধ্যমে পরীক্ষা করে কারাগারে প্রবেশ করানো হয়। এরপর তাদের ১৪দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।’

সোহান মাহমুদ/এসজে/এমএস