ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মারা যাওয়া ৭ নেতার নামে পশু কোরবানি, দেয়া হলো অসহায়দের

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ২১ জুলাই ২০২১

ফরিদপুরের তিন উপজেলায় তিনটি গরু কোরবানি দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। ওই তিন উপজেলার মারা যাওয়া আওয়ামী লীগের ত্যাগী সাতজন নেতা-জনপ্রতিনিধির নামে কোরবানি দেন তিনি। সব মাংস তিন উপজেলার অসহায় ও দুস্থদের মাঝে বিলিয়ে দেন।

বুধবার (২১ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত তার পক্ষে তিন উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা পথে-ঘাটে, মাঠে এমনকি বাড়িতে বাড়িতে গিয়ে কোরবানির মাংস পৌঁছে দেন।

ওই সাত নেতার আত্মত্যাগ এবং কর্মজীবনে আওয়ামী লীগের প্রতি ও মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ এ উদ্যোগ গ্রহণ করেন সাবেক এই সংসদ সদস্য।

cows

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের সূচনালগ্ন থেকে মধুখালী উপজেলার মরহুম সাবেক আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু মিয়া, মধুখালী আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান মরহুম আবুল কাসেম দুলু মিয়া, সাবেক চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম মির্জা আবুল কাইয়ুম, মধুখালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সভাপতি মরহুম মনিরুজ্জামান বাচ্চু, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম গোলাম সরোয়ার মৃধা, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মরহুম আব্দুর রাজ্জাক মোল্লা এবং আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম নুরুল বাশার বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে অনেক সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা স্বীকার করে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে গেছেন। তাদের আত্মত্যাগে আওয়ামী লীগ আজ শক্তিশালী।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ আব্দুর রহমান বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় মরহুম এসব স্থানীয় নেতাদের জীবনের ত্যাগ-তিতিক্ষা ও ধারাবাহিক সংগ্রামের ফসল আজকের আওয়ামী লীগ। পূর্বসূরি এই নেতাদের দেখিয়ে যাওয়া পথ অনুসরণ করেই আজকের বাংলাদেশ। জাতির পিতার আদর্শের সন্তানদের স্মরণ ও আত্মার শান্তির জন্য আমার এ উদ্যোগ। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে।

এন কে বি নয়ন/এসজে/এমএস