বেনাপোলে এমপি-মেয়রের দেয়া খাবারে কোয়ারেন্টাইনে ঈদ
ইদুল আজহায় যশোরের বেনাপোলের বিভিন্ন হোটেলে কেটেছে কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত চার শতাধিক পাসপোর্টযাত্রীদের। ইচ্ছা থাকা সত্ত্বেও পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে পারছেন না তারা। তাই তাদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করেছেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। দিয়েছেন সকাল ও দুপুরের খাবার।
বুধবার (২১ জুলাই) সকালে এমপি শেখ আফিল উদ্দিনের পক্ষ থেকে খিচুড়ি, মুরগি ও ডিমভুনা দেয়া হয়। দুপুরে বেনাপোল পৌর মেয়রের পক্ষে চিকন চালের সাদা ভাত, ডিম, খাসির মাংস, বুটের ডাল দিয়ে খাসির ব্যবস্থা করা হয়। রাতে হোটেল মালিকরা বিনামূল্যে খাদ্য পরিবেশন করে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মুজিবুর রহমান বলেন, ‘শার্শার এমপি ও বেনাপোলের মেয়র বিশেষ দিনে বেনাপোলে আটকে থাকা অন্যান্য জেলার মানুষকে নিজ শহরের মানুষের মতো ভালবেসে খাবার পৌঁছে দিয়েছে। এটা মানবিক মানুষের গুণাবলি। এখানে খাবার দেয়া বড় বিষয় নয়, তাদের মানসিক চিন্তাভাবনা যে কত উচ্চতর সেটা ভাবতে হবে। কিছু সময়য়ের জন্য হলেও ওই সব মানুষের দুঃখ ঘুচাতে পেরেছেন তারা।’
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, নৈতিক মূল্যবোধ থেকে বিবেচনা করে এমপি ও মেয়র কোয়ারেন্টাইনে থাকা যাত্রীদের উন্নত মানের খাবারের ব্যবস্থা করেছেন। তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন হোটেলে থাকা চার শতাধিক পাসপোর্টযাত্রী।’
এর আগে ইদুল ফিতরেও এমপি ও মেয়র বেনাপোলের বিভিন্ন হোটেলে পাঁচ শতাধিক কোয়ারেন্টাইনে থাকা পাসপোর্টযাত্রীদের উন্নতমানের খাদ্য দিয়েছেন।
মো. জামাল হোসেন/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ধানের শীষের প্রচারকারীকে জরিমানা
- ২ মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত ১০
- ৩ তারেক রহমানের জনসভায় মঞ্চে ডেকে নেওয়া সেই হাজি সাবেক ছাত্রদল নেতা
- ৪ কারাগার হবে একজন বিপথগামীর জন্য সংশোধনাগার: কারা মহাপরিদর্শক
- ৫ অস্ত্র কেনা-মজুত নিয়ে বিএনপি নেতাকর্মীদের আলাপচারিতা ভাইরাল