ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৬:২৪ পিএম, ২৩ জুলাই ২০২১

মুন্সিগঞ্জ সদরে জমিতে ঘাস কাটার সময় সাপের কামড়ে মো. সাজ্জাদ হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে ২টার দিকে উপজেলার রামেরগাও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ স্থানীয় মো. আনিস মাদবরের ছেলে।

jagonews24

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১টার দিকে সাজ্জাদ বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে যান। এসময় একটি বিষধর সাপ কামড় দিলে তাৎক্ষণিকভাবে তিনি বাড়িতে ফিরে তার পরিবারকে বিষয়টি জানান। পরিবারের লোকজন তাকে দ্রুত মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে সাপের বিষের কোনো অ্যান্টি ভেনম না থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথে মারা যান সাজ্জাদ।

jagonews24

মুন্সিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তোফাজ্জল হোসেন জানান, শুক্রবার দুপুরে সাপে কাটা একজন রোগী আসেন। তার অবস্থা গুরুতর ও হাসপাতালে সাপে কাটার চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছিল।

আরাফাত রায়হান সাকিব/এসএমএম/জিকেএস