মেহেরপুরে স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা
মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে অন্তর (৮) নামের এক স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা করেছে অপহরণকারীরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাওট সোলাইমানী মাধ্যমিক বিদ্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বিকেল ৪টার দিকে অন্তরকে অপহরণ করা হয়।
নিহত স্কুলছাত্র অন্তরের চাচা জিয়াউর রহমান জাগো নিউজকে জানান, অন্তরকে বিকেল ৪টার দিকে বাওট বাজার এলাকা থেকে অপহরণ করা হয়। তার সন্ধানে এলাকায় মাইকিং করা হয়। পরে একটি স্কুলের মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অন্তরের প্রতিবেশি চাচা মানিক আহমেদ জাগো নিউজকে জানান, অন্তর জীবিত রয়েছে এমন খবর ছড়িয়ে পড়ে। পরে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে অন্তরকে কি কারণে অপহরণ করা হয়েছে তা জানাতে পারেনি তার পরিবারের সদস্যরা।
অন্তর বাওট গ্রামের কাফিরুল ইসলামের ছেলে। বর্তমানে অন্তরের মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
আতিকুর রহমান টিটু/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ