ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আড়িয়াল খাঁর তীব্র ভাঙনে ঝুঁকির মুখে ১০ গ্রাম

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ১২:০৪ পিএম, ২৪ জুলাই ২০২১

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের তীব্র স্রোতে কলাতলা-শিরুয়াইল অংশে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ভাঙনের কবলে পড়েছে রাস্তাঘাট, বাড়িঘর ও প্রায় অর্ধশত বিঘা ফসলি জমি। এতে দিশেহারা হয়ে পড়েছে ১০ গ্রামের মানুষ।

ভাঙনের ঝুঁকিতে রয়েছে এসব গ্রামের প্রাথমিক বিদ্যালয়, বসতবাড়ি, মসজিদ ও কবরস্থানসহ হাটবাজার। এদিকে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলাসহ দ্রুত বেরিবাঁধ নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

jagonews24

জানা যায়, মাদারীপুরে আড়িয়াল নদের কলাতলা-শিরুয়াইল অংশে গেল দুদিন আগে তীব্র ভাঙন শুরু হয়। এতে বেশ কয়েকজনের বসতবাড়িসহ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়। মাত্র ১০ মিনিটের মধ্যেই প্রায় আধা মাইল এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়।

ভাঙনকবলিত এলাকার মানুষরা বলেন, ভাঙনের ঝুঁকিতে রয়েছে বহেরাতলা বাজার, স্কুল-কলেজ, ককলাতলা বাজার, রাস্তাঘাটসহ ১০টি গ্রাম। এসব গ্রামের প্রায় অর্ধশত বিঘা ফসলি জমি এরমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ওই জমিগুলোতে ধান, পাট, মেসতা, আখসহ বিভিন্ন ফসল ফলানো হয়েছিল।

jagonews24

উপজেলা প্রশাসন সূত্র জানায়, তিন বছর আগে নদের শিরুয়াইল অংশে বেরিবাঁধ নির্মাণ করা হয়। সেটি গতবছর নদীর ভাঙনের কবলে পড়ে। এখন বহেরাতলার কলাতলা অংশে ভাঙন শুরু হয়েছে।

jagonews24

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান, আড়িয়াল খাঁ নদের ভাঙন প্রতিরোধে বেশ কয়েকটি পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। ভাঙন ঠেকাতে ওই এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের কাজ চলছে। এরপরও ভাঙন রোধে জরুরি পদক্ষেপ হিসেবে জিও ব্যাগ ফেলার জন্য পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) বলা হচ্ছে।

নাসিরুল হক/এসএমএম/এমএস