ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদে বেড়ানোর টাকা না দেয়ায় কলেজছাত্রের আত্মহত্যা

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২৪ জুলাই ২০২১

সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদে বেড়ানোর টাকা না দেয়ায় মায়ের সঙ্গে অভিমান করে রুবেল খান (১৮) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন।

শনিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার পোরজনা ইউনিয়নের হরিনাথপুর গ্রামে নিজবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রুবেল উপজেলার পোরজনা ইউনিয়নের হরিনাথপুর গ্রামের নুর ইসলামের ছেলে।

নুর ইসলাম জানান, ঈদ উপলক্ষে বন্ধুদের সঙ্গে বেড়ানোর জন্য রুবেল মায়ের কাছে কিছু টাকা চান। তার মা টাকা দিতে অস্বীকার করেন। এতে ক্ষোভে মায়ের ওপর অভিমান করে সকালে আত্মহত্যা করে রুবেল।

এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এসএমএম/এএসএম