রংপুরে প্রার্থিতা ফিরে পেলেন ৭ কাউন্সিলর
রংপুরের বদরগঞ্জ পৌরসভায় কাউন্সিলর পদে সাত প্রার্থীর মনোনয়ন বহাল রাখা হয়েছে। প্রার্থীদের আপিলের শুনানি শেষে তাদের প্রার্থীতা বহাল রাখা হয়। এর আগে ৩১ জন প্রার্থীর মধ্যে গত ৫ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে আটজনের মনোনায়নপত্র বাতিল করা হয়েছিল।
ওই আট জনের মধ্যে সাতজন প্রার্থী আপিল করলে তাদের প্রত্যেকের প্রার্থীতা বহাল রাখা হয়। তবে ৩নং ওয়ার্ডের আখতারুজ্জামান বাবু আপিল না করায় তার মনোনয়নপত্র বাতিলের আদেশ বহাল থাকে।
প্রার্থীতা ফিরে পাওয়া কাউন্সিলর প্রার্থীরা হলেন, ১নং ওয়ার্ডের একরামুল হক, ২নং ওয়ার্ডের বাবলু মোহন্ত, ৪নং ওয়ার্ডে নীল কান্ত, ৫নং ওয়ার্ডে মিজানুর রহমান, রফিকুল ইসলাম ও খোকন মিয়া এবং ৭নং ওয়ার্ডে রুহুল আমিন।
জেলা নির্বাচন রিটার্নিং অফিসার জিএম সাহাতাব উদ্দিন সাতজনের প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
জিতু কবীর/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ