ঠাকুরগাঁওয়ে ১৪ কাউন্সিলর ফিরে পেলেন প্রার্থিতা
ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৫ই ডিসেম্বর যে ১৪ জনকে বাতিল ঘোষণা করা হয়েছিল তাদের আবার মনোনয়নপত্র দেয়া হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস জানান, কাউন্সিলর পদে ১৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে এক জনকে বাতিল করা হয়েছিল। তাদের সময় বেধে দেয়া হয়েছিল কাগজপত্র ঠিক করে জমা দেয়ার জন্য। তারা তাদের সকলের কাগজ ঠিক করে জমা দেয়ায় আবার প্রার্থিতা দেয়া হয়েছে।
তারা হলেন, ২নং ওয়ার্ডের নরুল ইসলাম, ৩নং ওয়ার্ডের ওয়ালিউর রহমান, ৫নং ওয়ার্ডের জাহিদুল ইসলাম, আজিজুল হক, চৌধুরী মো. সারোয়ার রশিদ উজ্জল, কামাল হোসেন, ৬নং ওয়ার্ডের ফররুখ আহম্মেদ, শেখ দবির উদ্দিন, ৮নং ওয়ার্ডের একে এম সফিউল এনাম পারভেজ, ৯নং ওয়ার্ডের বাদশা আলম, প্রদীপ শংকর চক্রবর্তী, তরিকুল ইসলাম, ১০নং ওয়ার্ডের আব্দুর রহিম। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর দ্রোপদী দেবী আগরওয়ালাকে আবার প্রার্থিতা দেয়া হয়েছে।
রবিউল এহসান রিপন/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি