নিজ ঘরে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা
প্রতীকী ছবি
গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে নিজ ঘরে আগুন দিয়ে আত্মহত্যা করেছে অজিত বাবু (৩৫) নামে এক ব্যক্তি। শুক্রবার বিকেলে জামাই বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অজিত জামাই বাজার এলাকার ইয়াসিনের ভাড়াটিয়া।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। আর এরই জেরে বিকেলে স্ত্রী সন্তানদের বাসার বাইরে রেখে দরজা বন্ধ করে ঘরের বিভিন্ন মালামালে আগুন ধরিয়ে দেয়।
এক পর্যায়ে অজিত বাবু অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে প্রতিবেশি এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আমিনুল ইসলাম/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি