ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে শাওন হত্যার রহস্য উদ্ঘাটন

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৮:০৬ পিএম, ২৬ জুলাই ২০২১

যশোর শহরের শংকপুর এলাকার শাওন ওরফে টুনি শাওন হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, চাইনিজ কুড়াল ও মোটরসাইকেল।

অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে সোমবার জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন- শংকরপুর আশ্রম রোডের মুরগির ফার্ম এলাকার রবিউল ইসলাম সরদারের ছেলে ইয়াসিন হাসান ওরফে রানা (২০), যশোরের ঝিকরগাছা উপজেলার ইস্তা গ্রামের মৃত আবদুল কাদের বিশ্বাসের ছেলে হাফিজুর রহমান বিশ্বাস ওরফে ভ্যাবো (৩০), ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের আমিন মোড়লের ছেলে জয় (১৯), শংকরপুর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ আলী (২০), মিন্টু শেখের ছেলে বিল্লাল হোসেন মৃদুল (২০) ও মৃত কটার ছেলে মো. মানিক (২৬)।

jagonews24

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি রুপন কুমার সরকার বলেন, নিহত শাওন ওরফে টুনি শাওন এবং হত্যাকারীরা পরস্পর সহযোগী চাঁদাবাজ সন্ত্রাসী। তাদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব ছিল। বিরোধের জেরে ঘটনার দিন শাওনকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। জীবন বাঁচাতে কমিউনিটি পুলিশিং অফিসে ঢুকলেও রক্ষা পায়নি। ঈদের কারণে ডিফেন্স পার্টির সদস্যরা সেখানে ছিল না। একই সঙ্গে ওই এলাকা জনশূন্য ছিল। এই সুযোগটি নেয় সন্ত্রাসীরা।

পুলিশ পরিদর্শক রুপন কুমার সরকার জানান, গত ২২ জুলাই রাত সাড়ে ১০টার দিকে যশোর শহরের শংকরপুর জমাদ্দারপাড়া ছোটনের মোড়ে জনশূন্য কমিউনিটি পুলিশিং অফিসে শাওন টুনি শাওনকে অজ্ঞাতনামা লোকেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুল হালিম শেখ ৭-৮ জনকে সন্দেহ করে একটি হত্যা মামলা করেন। মামলাটি চাঞ্চল্যকর ও ক্লুলেস হওয়ায় জেলার পুলিশ সুপার রহস্য উদঘাটন ও দ্রুত আসামি গ্রেফতারের জন্য থানা পুলিশ ও ডিবি পুলিশকে কঠোর নির্দেশনা প্রদান করেন। ডিবি ও থানা পুলিশের যৌথ টিম রোববার অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করে। এদের মধ্যে দুইজন প্রত্যক্ষভাবে হত্যাকাণ্ডে অংশ নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। তাদের কাছ থেকে হত্যা কাজে ব্যবহৃত চাকু, চাইনিজ কুড়াল ও মোটরসাইকেল জব্দ করা হয়।

jagonews24

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) বেলাল হোসাইন, ডিবি ওসি রুপন কুমার সরকার প্রমুখ।

মিলন রহমান/জেডএইচ/এমকেএইচ