বাল্যবিয়ের আয়োজন, বরকে কারাদণ্ড ইমামকে জরিমানা
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিয়ের আয়োজন চলাকালে বরকে তিন মাসের কারাদণ্ড ও ইমামকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার কানসাট শিবনারায়ণপুর সলেমান বাজার এলাকার আবদুল খালেকের ছেলে বর মেরাজুল ইসলাম (২৭) ও শিবনারায়ণপুর রাঘবপুর গ্রামের মৃত বেলায়েত আলীর ছেলে ইমাম সাদিকুল ইসলাম (৫৫)।
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে কানসাট শিবনারায়ণপুর এলাকা থেকে বর ও ইমামকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাকিব আল-রাব্বি জানান, করোনাকালে বাল্যবিয়ে পড়ানো হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ জুলাই) রাতে কানসাট শিবনারায়ণপুর সলেমান বাজার এলাকায় কনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বর ও ইমামকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বরকে তিন মাসের কারাদণ্ড ও ইমামকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এদিকে এসএসসি পরীক্ষার্থী কনের বাবা জহুরুল ইসলাম মেয়ের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেয়া হয়।
সোহান মাহমুদ/এসআর/এমকেএইচ