ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মেয়র আইভীর মায়ের কবরে শামীম ওসমানের শ্রদ্ধা

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৫:০১ পিএম, ২৭ জুলাই ২০২১

বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান প্রয়াত আলী আহম্মদ চুনকার সহধর্মিণী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মায়ের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান।

মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে শহরের মাসদাইর এলাকার কবরস্থানে গিয়ে তিনি শ্রদ্ধা জানান এবং কবর জিয়ারত করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, ‘আসলে মা হারানোর কষ্ট আমি বুঝি। আমি আগেই সেলিনা হায়াত আইভীর বাসায় যেতাম সমবেদনা জানানোর জন্য। কিন্তু আমার স্ত্রী অসুস্থ থাকার কারণে যেতে পারিনি। আমি সবার কাছে তার মায়ের জন্য দোয়া চাই।’

jagonews24

মেয়র আইভীর মা মমতাজ বেগম (৭৩) ২৫ জুলাই রোববার বিকেল পৌনে ৫টায় শহরের দেওভোগের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। সেদিন এশার নামাজের পর মেয়র আইভীর বাসভবনের অদূরে অবস্থিত বাইতুন নূর জামে মসজিদে জানাজা শেষে মাসদাইর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

ওইদিন রাত সাড়ে ৯টায় শামীম ওসমানের বড় ভাই ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান দেওভোগে মেয়র আইভীর বাসভবনে গিয়ে তাকে সমবেদনা জানান।

এসজে/এমকেএইচ