সিরাজগঞ্জে করোনায় ৪ জনের মৃত্যু
ফাইল ছবি
সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নারী রয়েছেন। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ১৭৪ জন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬১ জনে।
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় এ তথ্য জানান।
তিনি জানান, মৃতদের মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে একজন ও এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল তিনজন রয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ১৭৪ জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো সাত হাজার ৭১৯ জনে। শনাক্তের হার ৩৪ দশমিক ৫২ ভাগ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৫ হাজার ১১২ জন।
ইউসুফ দেওয়ান রাজু/এএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেনীতে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, তাপমাত্রা ৯.৯ ডিগ্রি
- ২ ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু নির্বাচনের শঙ্কায় জামায়াত প্রার্থীর অভিযোগ
- ৩ চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
- ৪ পোস্টাল ব্যালটে নিবন্ধন করেননি নোয়াখালীর ৭৯% নির্বাচনি কর্মকর্তা
- ৫ হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ