টাঙ্গাইলে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার
ফাইল ছবি
টাঙ্গাইলে অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে সদর উপজেলার হুগড়া ইউনিয়নের চক গোপাল গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হুগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান।
তিনি জানান, স্থানীয় লোকজন গ্রামের ধান ক্ষেতের পানিতে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
টাঙ্গাইল সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শামীম হোসেন জানান, আনুমানিক বসয় ২০/২২ হবে। লাশটিতে পচন ধরে ফুলে গেছে। চেহারা চেনা যাচ্ছে না। ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে মামলার হবে বলে জানান তিনি।
আরিফ উর রহমান টগর/এএইচ/এমএস