ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবন বিহারের ক্ষুধার্ত বানরদের খাবার দিলেন জেলা প্রশাসক

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০১:৫২ পিএম, ২৮ জুলাই ২০২১

রাঙ্গামাটির রাজবন বিহারের ক্ষুধার্ত বানরদের খাবার দিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক।

বুধবার (২৮ জুলাই) সকাল ১০টায় বিহার প্রাঙ্গণে বানরদের এ খাবার দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসাসহ অন্যান্যরা।

jagonews24

উল্লেখ্য, করোনায় কঠোর বিধিনিষেধে বিহারে পূণ্যার্থী প্রবেশে নিষেধাজ্ঞার কারণে খাবার সংকটে পড়ে সহস্রাধিক বানর। পূণ্যার্থীদের দেয়া খাবার ও বৌদ্ধ ভিক্ষুদের উচ্ছিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকে এখানকার বানরগুলো।

jagonews24

রাজবন বিহার কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসা বলেন, জেলা প্রশাসকের এমন উদ্যোগকে স্বাগত জানাই। জেলা প্রশাসক বানরগুলোর খাদ্যের জন্য আবেদন করতে বলেছেন। আমার দ্রুততম সময়ে আবেদন করবো। বানরগুলোকে বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

jagonews24

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বিভিন্নভাবে জানতে পেরেছি বিহারের বানরগুলো খাদ্য সংকটে রয়েছে। তাই খাবারের ব্যবস্থা করেছি। বিহার কমিটিকে বলেছি আবেদন করতে। কমিটির আবেদন পেলে খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে।

শংকর হোড়/এএইচ/এএসএম