ছেলে বিদেশে থাকায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টা, কারাগারে শ্বশুর
টাঙ্গাইলের নাগরপুরে পুত্রবধূ ধর্ষণচেষ্টা মামলায় শ্বশুর জাহাঙ্গীর মিয়া ওরফে মোহনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৮ জুলাই) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার জাহাঙ্গীর মিয়া উপজেলার গয়হাটা গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, জাহাঙ্গীর মিয়ার ছেলে কাতার প্রবাসী অন্তর এক বছর আগে বিয়ে করেন। ছেলে বিদেশে থাকার সুযোগে বিয়ের পর থেকেই বিভিন্ন সময় পুত্রবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন শ্বশুর। ১৬ জুলাই বিকেলে নিজ বাড়ির দক্ষিণ দুয়াড়ী চৌচালা টিনের ঘরে পুত্রবধূকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। ধর্ষণে ব্যর্থ হয়ে পুত্রবধূকে মারধর করেন তিনি। স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় পুত্রবধূর মা সুফিয়া আক্তার বাদী হয়ে ২৭ জুলাই মঙ্গলবার নাগরপুর থানায় মামলা করেন।
এ বিষয়ে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মামলার পর পুলিশি অভিযান চালানো হয়। ওই রাতেই অভিযুক্ত শ্বশুর জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
আরিফ উর রহমান টগর/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফ্যাসিবাদী আমলে বন্ধ হওয়া চিনিকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছি
- ২ ৮০০ টাকা কেজি রান্না করা গরুর মাংস কিনতে ক্রেতাদের হিড়িক
- ৩ পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই: মঞ্জু
- ৪ ফ্যাসিবাদের আমলে ৫ টাকা চাঁদা দিলে এখন ২০ টাকা দেওয়া লাগে
- ৫ রাজমিস্ত্রির বাড়ি থেকে ওয়ানশুটার গানসহ দুই পিস্তল উদ্ধার