মেয়র আইভীর মায়ের কুলখানিতে শামীম ওসমান
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মায়ের কুলখানিতে উপস্থিত থেকে দোয়া ও মিলাদ মাহফিলে শরিক হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে শহরের পশ্চিম দেওভোগ এলাকার মেয়র আইভীর বাসভবনের অদূরে অবস্থিত বাইতুন নূর জামে মসজিদে আয়োজিত কুলখানিতে উপস্থিত হন তিনি। এসময় তার সঙ্গে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাও উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল শেষে মোনাজাতে বেশ আবেগপ্রবণ ছিলেন শামীম ওসমান। দোয়া শেষে মেয়র আইভীর ছোট ভাই আলী রেজা রিপন ও শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহমেদ আলী রেজা উজ্জ্বলকে বুকে জড়িয়ে তিনি সান্ত্বনা দেন।

এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান মেয়র আইভীর বাসভবনে গিয়ে তাকে সমবেদনা জানান এবং তার মায়ের কবর জিয়ারত করেন।
মেয়র আইভীর মা মমতাজ বেগম (৭৩) রোববার (২৫ জুলাই) বিকেল পৌনে ৫টায় শহরের দেওভোগের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এসআর/এএসএম