নওগাঁয় অস্ত্র-গুলিসহ ব্যবসায়ী আটক
নওগাঁর নিয়ামতপুরে অস্ত্র ও গুলিসহ ডালিম হোসেন (৩৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের মহাকাল মাঠের তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। ডালিম হোসেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলামপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।
শুক্রবার (৩০ জুলাই) সকালে র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল রাত ৮টার দিকে মহাকাল মাঠের তিন রাস্তা মোড়ে চেকপোস্টে বসায়। এসময় একটি সবুজ রংয়ের ব্যাটারি চালিত ভ্যান চেকপোস্টে আসলে থামার সংকেত দেয়া হয়। সংকেত পেয়ে ভ্যান থেকে নেমে ডালিম হোসেন কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে তল্লাশির পর একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা হয়েছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন করিব বলেন, ডালিম হোসেনকে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আব্বাস আলী/এএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান