আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার দিলেন আইনমন্ত্রী
আখাউড়ায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সাংসদ ও আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার (৩১ জুলাই) সকালে আইনমন্ত্রীর পক্ষে সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহর হাতে ১২টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।
এসময় সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ আইনমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুর রহমান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা শ্যামল কুমার ভৌমিক, আখাউড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নাসির উদ্দিন খাদেম লিটন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মমিন বাবুলসহ আরও অনেকে।
আবুল হাসনাত মো. রাফি/এএইচ/জিকেএস