ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যাত্রী ও পরিবহনের চাপ

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ১০:৪১ এএম, ০১ আগস্ট ২০২১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যাত্রী ও পরিবহনের চাপ। রোববার (১ আগস্ট) থেকে শিল্প কারাখানা খোলার ঘোষণার পর থেকে ঢাকামুখী শ্রমিকরা। এতে মহাসড়কে বেড়েছে দূরপাল্লার বাসসহ বিভিন্ন ধরনের গণপরিবহন।

সকাল থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে টাঙ্গাইলের কোনো অংশে পরিবহনের যানজট বা ধীরগতি লক্ষ্য করা যায়নি। তবে বাসের ছাদে, খোলা ট্রাক, পিকআপ, থ্রি হুইলার, ভাড়ায় চালিত মোটরসাইকেলসহ বিভিন্ন পরিবহনে চলাচল করতে দেখা গেছে পোশাক শ্রমিকদের।

jagonews24

আশেক বাইপাসে কথা হয় গাজীপুর পোশাক কারখানায় কর্মরত সেলিনা বেগম নামের এক পোশাক শ্রমিকের সঙ্গে। তিনি জানান, চাকরি বাঁচাতে তাদের কষ্ট করে ফিরতে হচ্ছে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি বাস পাচ্ছিনা। কিভাবে যাবো সেটি নিয়ে চিন্তায় আছি।

jagonews24

আশেকপুর বাইপাসে কর্মরত টাঙ্গাইল মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আয়নুল বলেন, ‘মহাসড়কে ভোর থেকে গাড়ির ব্যাপক চাপ রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো যানজট সৃষ্টি হয়েছে সে খবর পাইনি।’

আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস