মমেকে হচ্ছে ২০ হাজার লিটার অক্সিজেন প্লান্ট ও ক্যান্সার ইউনিট
ছবি : সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়ার সঙ্গে ময়মনসিংহের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও করোনাভাইরাস মোকাবিলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময়কালে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঁচটি অ্যাম্বুলেন্স, দ্রুততম সময়ে ২০ হাজার লিটার অক্সিজেন প্লান্ট, ১০০ শয্যাবিশিষ্ট ক্যান্সার ইউনিট, দক্ষ চিকিৎসক ও নার্স নিয়োগ এবং আইসিইউ বেড বাড়ানো হবে।
শনিবার রাতে ভার্চুয়াল মতবিনিময় সভায় লোকমান হোসেন মিয়া দ্রুততম সময় এসব দেয়া হবে বলে জানান।

ভার্চুয়াল মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও এফবিসিসিআই-এর সহ-সভাপতি মো. আমিনুল হক শামীম। অন্যদের মধ্যে এ সভায় যুক্ত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শাহ আলম প্রমুখ।
মঞ্জুরুল ইসলাম/এএএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাতের আঁধারে সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণের অভিযোগ
- ২ টানা ৪১ দিন জামায়াতে নামাজ আদায় করে বাইসাইকেল পেলো ৩৫ শিশু-কিশোর
- ৩ নিঃশর্ত ক্ষমা চেয়ে সেই চিকিৎসক বললেন ‘আমারও বেয়াদবি হয়েছে’
- ৪ ফরিদপুরে ক্যানসারের অস্ত্রোপচার করলেন ওটি বয়, হাসপাতাল সিলগালা
- ৫ ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল