রাজশাহীতে বিএনপি- জামায়াতের ৫ নেতাকর্মী জেলহাজতে
প্রতীকী ছবি
নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জানান, নাশকতা চালানোর অভিযোগে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মীকে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।
আটকৃরা হলেন, পুঠিয়া পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জিন্নাহ আলী, বেলপুকুর ইউনয়নের ওয়ার্ড জামায়াতের সভাপতি শাহাবাজ উদ্দীন, সাবেক বেলপুকুর ছাত্র-শিবিরের সভাপতি মুস্তাকিন, জামায়াত নেতা আইয়ুব ও আবু কালাম।
পরে আটককৃতদের শনিবার দুপুরে নাশকতার বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
শাহরিয়ার অনতু/এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান