ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লঞ্চ বন্ধ থাকায় ফেরিতে বেড়েছে যাত্রীর চাপ

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০৩ আগস্ট ২০২১

শিল্পকারখানা খুলে দেয়ার তিনদিন পর শিমুলিয়া-বাংলবাজার নৌরুটে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম। তবে লঞ্চ বন্ধ থাকায় ফেরিতে যাত্রীর উপস্থিতি অনেক বেড়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) সকাল থেকে এ নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে। এসব ফেরিতে যানবাহনের পাশাপাশি পার হতে দেখা গেছে ঢাকামুখি শতশত যাত্রী।

jagonews24

এদিকে, গণপরিবহন বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে কর্মস্থলে ফেরা মানুষদের গন্তব্যে পৌঁছাতে বিপাকে পড়তে হচ্ছে। বিভিন্ন যানবাহন পরিবর্তন করে ঘাটে পৌঁছাচ্ছেন তারা। এতে ভোগান্তির পাশাপাশি গুনতে হচ্ছে দুই-তিনগুণ বেশি ভাড়া।

jagonews24

অন্যদিকে কঠোর নিয়ম অনুযায়ী শুধুমাত্র জরুরি ও বিধিনিষেধের আওতার বাইরে থাকা যানবাহন পারাপারের নির্দেশনা থাকলেও ফেরিতে পার হচ্ছে অসংখ্য ব্যক্তিগত গাড়ি।

jagonews24

বিআইডবিøউটিসির শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, ঘাট এলাকায় অর্ধশতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। অনেক যাত্রীই ফেরি পার হয়ে ঢাকা যাচ্ছেন।

আরাফাত রায়হান সাকিব/এএইচ/এমকেএইচ