ঘাস কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে প্রাণ গেল প্রভাষকের
লালমনিরহাটের কালীগঞ্জে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে সুভাষ চন্দ্র রায় (৪০) নামের এক প্রভাষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর ২টায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সুভাষ চন্দ্র রায় সতীরপাড় এলাকার মৃত্যু প্রসন্ন কুমার রায়ের ছেলে। তিনি এস কে ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বুড়িহাট সতীরপাড় এলাকায় সুভাষ চন্দ্র বাড়ির পার্শ্ববর্তী লেবু বাগানে গরুর জন্য ঘাস কাটতে যান। এসময় ভিমরুল তাকে কামড় দেয়। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় তিনি মারা যান।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার প্রভাষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মো. রবিউল হাসান/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ২ ভেকু দিয়ে নির্মাণাধীন রাস্তা কাটলেন আওয়ামী লীগ নেতা
- ৩ মা হলো ধর্ষণের শিকার কিশোরী, তিন মাসেও আসামিকে ধরতে ব্যর্থ পুলিশ
- ৪ সুদের টাকা আদায়ে ব্যবসায়ীর নামে আওয়ামী লীগ নেতার ১৯ মামলা
- ৫ নিজ বাড়িতে ‘যৌনকর্মীদের’ আশ্রয়, জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার