ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভৈরবে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০৫:৫১ পিএম, ০৩ আগস্ট ২০২১

কিশোরগঞ্জের ভৈরবে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (৩ আগস্ট) ভোরে পৌর শহরের কালিপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ভৈরবপুর দক্ষিণপাড়ার মো. রিপন মিয়ার ছেলে মো. অন্তর আহমেদ জয় (২১) এবং জামালগঞ্জ জেলার কালাবাজ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে মো. ফজলুল হক (৫৫)।

jagonews24

ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কালীপুর মাদরাসা সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা এবং নগদ দুই হাজার টাকাসহ দুজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদক এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এএইচ/জেআইএম