ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রূপগঞ্জে অস্ত্র-গুলিসহ ডাকাত গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৩:৩১ এএম, ০৪ আগস্ট ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরাবো এলাকা থেকে পিস্তলসহ রাজীব হাসান রাজু (২৮) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রাজু ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকার কামালের ছেলে। মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় র‍্যাব-১১ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতার আসামি তার অন্যান্য সহযোগীদের যোগসাজশে রূপগঞ্জের বরাবো বাসস্ট্যান্ড এলাকায় ডাকাতি করত। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

এস কে শাওন/এআরএ