সিলেট বিভাগে করোনায় রেকর্ড ২০ জনের মৃত্যু
ফাইল ছবি
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২০ জন মারা গেছেন। এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
বুধবার (৪ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়ের পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
মৃতদের মধ্যে ৯ জন সিলেট জেলার ও তিনজন সুনামগঞ্জের এবং একজন হবিগঞ্জের বাসিন্দা। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতজন রোগী করোনায় মারা গেছেন।
প্রতিবেদনে বলা হয়, বিভাগে নতুন করে আরও ৭১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিভাগের চার জেলায় করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা ৪২ হাজার ৭৩০ জনে দাঁড়াল। এদের মধ্যে ৪১৬ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জের ৯৭ জন, হবিগঞ্জের ৩৮ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ১২৬ জন।
ছামির মাহমুদ/এএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাগরে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড
- ২ যশোরে যুবক খুন: সাবেক কাউন্সিলরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
- ৩ রাতের আঁধারে সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণের অভিযোগ
- ৪ টানা ৪১ দিন জামায়াতে নামাজ আদায় করে বাইসাইকেল পেলো ৩৫ শিশু-কিশোর
- ৫ নিঃশর্ত ক্ষমা চেয়ে সেই চিকিৎসক বললেন ‘আমারও বেয়াদবি হয়েছে’