স্বর্ণ বন্ধক রেখে এলাকার সেবায় অক্সিজেন সিলিন্ডার কিনলেন যুবক
চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা এলাকার ইদ্রিস দেওয়ানের ছেলে রুবেল দেয়ান। গ্রামীণফোন কোম্পানির ফিল্ড সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন। কিছুদিন আগে তার বড় চাচি শ্বাসকষ্টে মারা যান।
এরপর থেকে এলাকায় শ্বাসকষ্টে থাকা রোগীর জন্য অক্সিজেন সরবরাহে সিলিন্ডারের ব্যবস্থা করার চিন্তা মাথায় আসে। এ বিষয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে আলাপ করেও সাড়া পাননি। করোনাকালে আর্থিকভাবে খুব একটা ভালো কাটছে না তার। তাই স্ত্রীর গয়না বন্ধক রেখে একটি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সিলিন্ডারটি হাতে পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। মুহূর্তে স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যায়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তাকে সাধুবাদ জানান।
এ বিষয়ে রুবেল দেওয়ান বলেন, ‘প্রথমে আমার স্ত্রী জানতো বাসা ভাড়া দেয়ার জন্য আমি তার স্বর্ণ নিচ্ছি। পরে কারণ জানতে পেরে সে নিজেও আমাকে সাধুবাদ জানিয়েছে। যা আমাকে আনন্দিত করেছে।’
তিনি আরও বলেন, ‘শুক্রবার সকালে এলাকার কয়েকজনের সঙ্গে অক্সিজেন সিলিন্ডারের সেবা দেয়ার বিষয়ে আলাপ হবে। আমি জানি অক্সিজেন ব্যবহারের নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে। ডাক্তারের পরামর্শ এবং নিয়মকানুন মেনেই এলাকাবাসীকে সেবা দেয়ার চেষ্টা করব।’
নজরুল ইসলাম আতিক/এসজে