ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকা নিলেন দুই বৃদ্ধা

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ০৭ আগস্ট ২০২১

কেন্দ্রের সামনে একঘণ্টা লাইনে দাঁড়িয়ে আমেনা বেগম (৮৭) ও আয়শা বেগম (৮২) নামের দুই বৃদ্ধা করোনার টিকা নিয়েছেন। কষ্ট হলেও টিকা নিয়ে খুশি তারা।

শনিবার (৭ আগস্ট) দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় পরিচয়পত্র হাতে নিয়ে টিকাকেন্দ্রে উপস্থিত হন দুই বৃদ্ধা। পরে লাইনে দাঁড়িয়ে নিয়ম মেনে টিকা গ্রহণ করেন তারা।

তারা বলেন, ‘হারা টিকা নেওচি (নিলাম)। মেলা মানুষ মেলা কথা কয়চিলো হারা কারো কথা শুনি নাই।’

nani2

সরেজমিনে দেখা যায়, গণটিকা কেন্দ্রে পুরুষ ও নারীদের জন্য আলাদা করে বুথ করা হয়েছে। স্বেচ্ছাসেবকরা লাইনে দাঁড়ানো লোকদের নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে সহায়তা করছেন। বেশ কয়েকটি কেন্দ্রে পুরুষদের তুলনায় নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বলেন, জেলার ১০২ ইউনিয়নও পাঁচটি পৌরসভার ১৫১টি কেন্দ্রে ৭১ হাজার টিকা প্রদান করা হয়েছে।

এমদাদুল হক মিলন/আরএইচ/এমএস