ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘ভালো থাকতে’ লাঠিতে ভর করে গণটিকা কেন্দ্রে ভুলু বেগম

মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ০৮ আগস্ট ২০২১

সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের সরকারি এস কে পাইলট উচ্চবিদ্যালয় মাঠে করোনার গণটিকাদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে লাঠিতে ভর করে অন্যদের সঙ্গে টিকা নিতে আসেন ৮৪ বছরের ভুলু বেগম। তার হাতে ছিল টিকার নিবন্ধন কপি আর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। মুখে পরেছিলেন মাস্ক।

তার সঙ্গে আসেন পুত্রবধূ সুরাইয়া মজিদ। বয়সের ভারে ন্যুব্জ ভুলু বেগম দাঁড়িয়েছিলেন টিকা নেয়ার দীর্ঘলাইনে। একসময় ক্লান্ত শরীরে বসে পড়েন। এসময় গণমাধ্যমকর্মীরা দায়িত্বরত স্বাস্থ্যকর্মীদের সহায়তায় তাকে কাঙিক্ষত টিকা দেয়ার ব্যবস্থা করেন। শুধু ভুলু বেগম নন, দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থেকে টিকা নেন বৃদ্ধ বাছেদ মিয়া (৬২), আফজাল মিয়াসহ (৫৮) আরও অনেকে।

jagonews24

ভুলু বেগম বলেন, ‘কষ্ট হলেও ভালো থাকতেই টিকা নেয়ার জন্য আইচি। শেখের বেটি টিকা দিছে খবর জাইন্যা ছেলের বউকে নিয়ে আইলেম। এহানে দেহি মেলা মানুষ। লাঠি দিয়ে হাইটা এইয়ে লাইনে খাড়াইছিলাম। একজন ডাইহ্যা নিয়ে টিকা দিলো। আল্লাহ শেখের বেটিরে ভালো রাইখো।’

রোববার (৮ আগস্ট) সকাল ৯টার আগে থেকে পৌর এলাকার লোকজন গণটিকা নিতে সরকারি এস কে পাইলট কেন্দ্রে এসে জমায়েত হন। দুটি বুথে মহিলা ও একটি বুথে ছিল পুরুষদের দীর্ঘলাইন।

উপস্থিতির চেয়ে টিকার সংখ্যা কম থাকায় মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, বয়স্ক নারী, পুরুষ ও যাদের বয়স ৪০ বছরের বেশি তাদের অগ্রাধিকার ভিত্তিতে গণটিকা দেয়া হবে বলে মাইকে ঘোষণা করা হয়। এসময় উপস্থিতিদের মধ্যে যাদের বয়স ৪০ বছরের কম তাদের অনেকেই টিকাকেন্দ্র ত্যাগ করেন।

jagonews24

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান সকালে মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন। সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র ছাড়াও উপজেলার বাঁশতৈল মো. মুনছর আলী উচ্চ বিদ্যালয়, লতিফপুর ও আজগানা ইউনিয়নে একযোগে টিকার কার্যক্রম শুরু হয়।

এসময় মির্জাপুর পৌর মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এস এম এরশাদ/এসআর/জেআইএম