বগুড়ায় বখাটেদের উৎপাত কমাতে অভিযান, আটক ১৫
বগুড়া শহরে কঠোর নিরাপত্তা টহল চালিয়েছে সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।রোববার সন্ধ্যা ৬টায় থেকে রাত ৯টা পর্যন্ত এই অভিযান চলে। পুলিশ শহরে অভিজাত এলাকা জলেশ্বরীতলা, আলাতাফুনেচ্ছা খেলার মাঠ, বকশিবাজার, ইয়াকুবিয়ার মোড়সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
এ সময় সিগনাল অমান্য করায় ও সন্দেহভাজন হিসেবে প্রায় ১৫ জন যুবককে আটক ও একটি সাদা রঙের এফজেট মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ ও ডিবির ওসি আব্দুর রাজ্জাক নেতৃত্ব দেন।
জেলা পুলিশ সূত্র জানায়, সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় গড়ে উঠা অবাঞ্চিত আড্ডা থামাতে এই কার্যক্রম। এতে করে বখাটে ছেলেদের উৎপাত কমাসহ নানা রকম অপকর্ম কমে যাবে। মূলত বিভিন্ন এলাকায় যেন গ্যাং কালচার গড়ে না উঠতে পারে এজন্য এই অভিযান।
অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানায়, শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। শুধু শহরে নয় নবাগত পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর নির্দেশে পুরো জেলায় এ অভিযান শুরু হবে।
তিনি আরও জানান, আটকদের অভিভাবক ডেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় ছেড়ে দেয়া হবে।
বগুড়া/এমআরএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মেয়াদোত্তীর্ণ খাদ্য ও প্রসাধনী বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ২ নির্ধারিত সময়ের আগে ভোটের প্রচারণা, বিএনপির প্রার্থীকে শোকজ
- ৩ রাজনৈতিক ও নির্বাচনি পরিবেশ কলুষিত হয়ে পড়েছে: বদিউল আলম মজুমদার
- ৪ খাগড়াছড়ির ২০৩ ভোট কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৬৩
- ৫ অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথাযথ ভূমিকা পালন করবে