ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘একজন পুলিশ সদস্যকে এভাবে বিদায় জানাবে কল্পনাও করিনি’

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ১০:০৩ এএম, ১১ আগস্ট ২০২১

পুলিশ সদস্য মো. আজিজার রহমান (৬০) সাইত্রিশ বছরের চাকরি জীবন শেষ করেছেন মঙ্গলবার (১০ আগস্ট)। এদিন বিকেলে জাঁকজমকভাবে সহকর্মীরা তাকে বিদায় জানিয়েছেন। এই প্রথম ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশের কোনো সদস্যকে (কনস্টেবল) এভাবে বিদায় জানানো হলো।

আজিজার পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তার মা, বাবা, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্ত্রী মারা গেছেন। ছেলে উচ্চতর পড়াশোনা শেষে ভালো চাকরির জন্য অপেক্ষা করছেন। আর মেয়েকে বিয়ে দিয়েছেন।

এই পুলিশ সদস্য সম্পর্কে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, আজিজার ৩৭ বছর সততার সঙ্গে চাকরি করে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তিনি একজন ভালো ও নামাজি মানুষ। আইনের প্রতি শ্রদ্ধা রেখে অন্য পুলিশ সদস্যের সঙ্গে সুসম্পর্ক রেখেছিলেন। চাকরি জীবনে বিদায় বেলায় তাকে সরকারি গাড়িটি ফুল দিয়ে সাজিয়ে বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।

jagonews24

বিদায়বেলায় অশ্রুসিক্ত আজিজার রহমান বলেন, চাকরি জীবনে আমি কখনো দায়িত্বে অবহেলা করিনি। সহকর্মীদের সঙ্গে ভালো সময় কেটেছে। কয়েক বছর দেখে আসছি বড় বড় পুলিশ কর্মকর্তাদের ঢাকঢোল পিটিয়ে বিদায় দেয়া হয় কিন্তু একজন সাধারণ পুলিশ সদস্যকে এভাবে বিদায় জানাবে কল্পনাও করিনি। আমি ধন্য, আমি কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, বিদায়ের সময় নানা উপহার, সংবর্ধনা ও ওসি সাহেবের শ্রদ্ধা ও ভালোবাসা পেয়ে আমি খুবই আনন্দিত। এটি আগামীতে অন্য পুলিশ সদস্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

আজিজার রহমানের এই বিদায় অনুষ্ঠানে পীরগঞ্জ সার্কেলের এএসপি আহসান হাবীব, পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়, পরিদর্শক (তদন্ত) খাইরুল আনামসহ থানার অন্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

তানভীর হাসান তানু/এমআরআর/এমকেএইচ