৩ প্রহরীকে বেঁধে ১৪ দোকানে চুরি
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বলরামপুর বাজারে তিন নৈশ প্রহরীকে বেঁধে রেখে ১৪ দোকানে চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ আগস্ট) দিবাগত রাত ১টায় উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বলরামপুর বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাজারের নজরুল ইসলামের মোবাইলের দোকান থেকে ৭০ হাজার, কুদ্দুস মুদির দোকান থেকে পাঁচ হাজার টাকাসহ ১৪ দোকান থেকে সব মিলিয়ে এক লাখ ৫০ হাজার টাকা চুরি হয়েছে।
রায়দৌলতপুর ইউপি চেয়ারম্যান শেখ লুৎফর রহমান জানান, আমার সারের দোকানসহ বলরামপুর বাজারের ১৪ দোকানের মালামাল ও নগদ টাকা চুরি করেছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা জানান, চুরির ঘটনায় মো. সজিব নামের এক প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ইউসুফ দেওয়ান রাজু/এএইচ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি