ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নতুন ভ্যান পেয়ে খুশি সেই মঈনুল

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১১ আগস্ট ২০২১

মসজিদে নামাজ পড়তে গিয়ে আয়ের একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হয় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সারডুবি গ্রামের মঈনুল ইসলামের। বিষয়টি জাগো নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে এক যুক্তরাষ্ট্র প্রবাসী তাকে একটি নতুন ভ্যান কিনে দেন।

মঙ্গলবার (১০ আগস্ট) সকালে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম মঈনুল ইসলামের হাতে নতুন ভ্যানটি তুলে দেন। নতুন ভ্যান পেয়ে খুশি মঈনুল ইসলাম।

jagonews24

স্থানীয়রা জানান, গত ৩০ জুলাই (শুক্রবার) অটোভ্যান রেখে উপজেলার বড়খাতা কেরামতিয়া বড় মসজিদে নামাজ পড়তে যান মঈনুল ইসলাম। নামাজ পড়ে এসে দেখেন সেখানে রেখে যাওয়া তার ভ্যানটি নেই। একটি বেসরকারি এনজিও থেকে কিছুদিন আগে ৩০ হাজার টাকা ঋণ নিয়ে ভ্যানটি কিনেন তিনি। সেটি চালিয়ে কিস্তি দেয়ার পর সংসার চালাতেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ভ্যান চুরি হওয়ার ঘটনাটি সংবাদ মাধ্যমে প্রকাশের পর আমার আত্মীয় যুক্তরাষ্ট্র প্রবাসী মঈনুল ইসলামকে একটি ভ্যান উপহার দেন। ভ্যান চালিয়ে যেন পরিবার চালাতে পারেন।

মো. রবিউল হাসান/আরএইচ/এমএস