ফেনীতে স্বর্ণের বার আত্মসাতের ঘটনায় ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
ফেনীতে স্বর্ণের বার আত্মসাতের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. সাইফুল ইসলামসহ ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১১ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার (এসপি) খোন্দকার নূরুন্নবী।
বরখাস্তকৃতরা হলেন- ফেনীর গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন, নুরুল হক ও মিজানুর রহমান এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা।
এর আগে মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করে আত্মসাৎ করা ১৫টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ।
মামলার এজাহার ও পুলিশ সূত্র জানায়, গোপাল কান্তি দাস নামের এক স্বর্ণ ব্যবসায়ী চট্টগ্রামের হাজারী গলিতে ব্যবসা করেন। গত রোববার (৮ আগস্ট) বিকেলে তিনি এক কোটি ২৪ লাখ টাকা মূল্যের ২০টি স্বর্ণের বার নিয়ে ঢাকা যাচ্ছিলেন। সন্ধ্যা ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদরের ফতেহপুর রেলওয়ে ওভারপাস এলাকায় ডিবি পুলিশ তার গাড়ি থামায়। পরে তাকে আটক করে স্বর্ণের বারগুলো ছিনিয়ে নেন তারা।
এ ঘটনায় মঙ্গলবার (১০ আগস্ট) ফেনী সদর মডেল থানায় মামলা করেন ওই ব্যবসায়ী। এরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ডিবির ওই ছয় কর্মকর্তাকে রাতে গ্রেফতারর করা হয়।
নুর উল্লাহ কায়সার/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পাঁচ বছর ভিক্ষা করে জমানো ৮০ হাজার টাকা চুরি, পাগলপ্রায় বৃদ্ধা
- ২ সাগরে বিলীন ব্যারাক-রেস্ট হাউজ, হুমকির মুখে পর্যটনকেন্দ্র কটকা
- ৩ পাবনায় পোস্টাল ব্যালটে ভোট দেবেন কারাবন্দিসহ ১৮ হাজার ৪৯৮ ভোটার
- ৪ নেত্রকোনায় ভাগ্য বদলে ৬ রাস্তা নির্মাণ শুরু করলেন গ্রামবাসী
- ৫ ময়মনসিংহে সবজির দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা