উল্লাপাড়ায় জামায়াতের দুই নেতা গ্রেফতার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। রোববার বিশেষ অভিযান চালিয়ে পুলিশ নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রড়হর ইউনিয়ন জামায়াতের আমির অলিপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে বুলবুল হাসান ও থানা জামায়াতের রোকন উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুর জব্বারের ছেলে আব্দুল মতিন। বুলবুল হাসান ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খানের বিশেষ সহকারী।
উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউশিক আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিশেষ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে একাধিক নাশকতা মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তারা দীর্ঘ দিন আত্মগোপনে ছিলেন। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাদল ভৌমিক/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খালেদা জিয়া আপস করলে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন: খোকন
- ২ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই কমিশনের বড় চ্যালেঞ্জ: জোনায়েদ সাকি
- ৩ মমেক হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে চিকিৎসকের তর্ক
- ৪ কুষ্টিয়ার বিষাক্ত অ্যালকোহল পানে কলেজছাত্রের মৃত্যু
- ৫ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুলের মরদেহ ফিরিয়ে দিলো ভারত