ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় শত শত যানবাহন

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০২:৪২ পিএম, ১২ আগস্ট ২০২১

দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে শত শত যানবাহন। বাংলাবাজার-শিমুলিয়া রুটের বাড়তি যানবাহনের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে ভোগান্তিতে পড়েছেন চালক-যাত্রীরা।

jagonews24

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় আড়াই কিলোমিটার সড়কে এমন চিত্র দেখা যায়।

এদিকে যাত্রীবাহি পরিবহন ও জরুরি পণ্যবাহি ট্রাক পারাপার স্বাভাবিক রাখতে অপচনশীল পণ্যবাহি ট্রাকগুলো ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ে আটকে রাখা হয়েছে। যেখানে প্রায় পাঁচ কিলোমিটার লম্বা ট্রাকের সারি তৈরি হয়েছে।

jagonews24

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, যাত্রী ও যানবাহন পারাপারে এ রুটে ছোট বড় ১৫ ফেরি চলাচল করছে। দুপুর পর্যন্ত অল্প কিছু বাস সিরিয়ালে আছে। তবে পণ্যবাহি ট্রাকের সিরিয়াল রয়েছে। এছাড়া চাপ রয়েছে ছোট গাড়ির। বাংলাবাজার-শিমুলিয়ার চাপের কারণে সিরিয়াল তৈরি হচ্ছে।

রুবেলুর রহমান/এএইচ/এমকেএইচ