শার্শায় ১৫ আগস্টের বিলবোর্ড ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা
যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কন্যা প্রধানমন্ত্রী ও নাতি সজীব ওয়াজেদ জয় সংবলিত ১৫ আগস্টের বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শার্শা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা বিপুল ও সাবেক যুবলীগ নেতা আশরাফুল আলম বাটুল গোড়পাড়া বাজারে পৃথক বিল বোর্ড বসান। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়ের পাশাপাশি যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের ছবি ছিল। কিন্তু বুধবার রাতে সেই বিলবোর্ড ছিঁড়ে ফেলে হয়।
নিজামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন আহমেদ বলেন, ‘যারা পেশীশক্তি ও দুর্বৃত্তায়নের রাজনীতি করে তারাই এই ছবি ছিঁড়ে ফেলেছে। আমি এর সুষ্ঠু তদন্তসাপেক্ষ বিচার দাবি করছি।’
বাজারের নাইটগার্ড আব্দুল গফুর বলেন, রাত ১০টায় আমি বাজারে ছিলাম না। পরে এসে অন্য নাইটগার্ড মহিবুলের কাছে জানতে পেরেছি এই বিল বোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। আমি নাম বলতে পারব না।
কারা বিলবোর্ড ছিঁড়েছে মহিবুল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বলতে পারব না। নাম বললে আমার চাকরি থাকবে না। এমনকি আমি মারধরের শিকারও হতে পারি।’

শার্শা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা বিপুল বলেন, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবসের বিলবোর্ড ছিঁড়ে ঘৃণ্যতম কাজ করেছে। এরা আর যাই হোক অন্তত আওয়ামী লীগের কর্মী হতে পারে না। আমি এর কঠিন নিন্দা জানাই এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘বাজারে আমারও পোস্টার বিলবোর্ড রয়েছে। আমার ইউনিয়ন পরিষদের সামনে হাসপাতাল মোড়ে সেলিম রেজা বিপুলের বিলবোর্ড কে বা কারা ছিঁড়েছে তা আমি বলতে পারব না। এটি অত্যন্ত জঘন্যতম কাজ। আমি বিপুলকে ফোন করে আবারও বিলবোর্ড পোস্টার টাঙাতে বলেছি। যারা ছিঁড়েছে, ধরতে পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বিষয়টি আমি গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জকে বলেছি।’
গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহির উদ্দিন বলেন, ‘বিষয়টি শুনেছি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, ‘আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
মো. জামাল হোসেন/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী আটকা, ৪ ঘণ্টা পর রওনা
- ২ সীতাকুণ্ডে আগুনে পুড়ে গেলো ১২ দোকান, কোটি টাকার ক্ষতি
- ৩ কুমিল্লায় প্রতীক বরাদ্দের দিনই শোডাউন, প্রার্থীকে জরিমানা
- ৪ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ৫ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ