সিলেটে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ২ নারী কাউন্সিলর নির্বাচিত
কানাইঘাট পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ২ ও ৩ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের বর্তমান নারী কাউন্সিলর আছিয়া বেগম ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের বর্তমান নারী কাউন্সিলর আছমা বেগম। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি নির্বাচন কমিশন।
২নং সংরক্ষিত ওয়ার্ডের বর্তমান মহিলা কাউন্সিলর আছিয়া বেগম জাগো নিউজকে জানান, আমি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হলেও ঘরে বসে থাকবো না। আমার সংরক্ষিত ওয়ার্ডের প্রত্যেক ভোটারের বাড়িতে বাড়িতে সালাম-দোয়া পৌঁছে দেয়ার জন্য বের হবো।
আগামী ৩০ ডিসেম্বর কানাইঘাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৮ ও ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৪ ও ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ড থেকে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।
কানাইঘাটের রিটার্নিং অফিসার কামাল আহমদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি রোববার রাত ১০টায় জানান, দুই নারী কাউন্সিলরের নির্বাচিত হওয়ার বিষয়টি সোমবার আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ছামির মাহমুদ/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান