ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধুনটে গাঁজাসহ ইউপি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৪:২৫ পিএম, ১৪ আগস্ট ২০২১

বগুড়ার ধুনটে গাঁজাসহ সরোয়ার হোসেন মণ্ডল (৫৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে ২০০ গ্রাম গাঁজাসহ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সরোয়ার উপজেলার রামনগর গ্রামের জালাল মণ্ডলের ছেলে। তিনি কালেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নম্বর ওয়ার্ডের সদস্য।

মামলা সূত্রে জানা যায়, সরোয়ার হোসেন জনপ্রতিনিধির ছদ্মবেশে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন। এর আগে তার বিরুদ্ধে থানায় দুটি মাদক মামলা রয়েছে। এসব মামলায় আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আবারও মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, গাঁজাসহ ইউপি সদস্য সরোয়ার হোসেন মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় তিনটি মাদক মামলা রয়েছে।

আরএইচ/জিকেএস