সিরাজগঞ্জে ব্রিজ দেবে গিয়ে ভোগান্তিতে মানুষ
ট্রাকের অবাধ চলাচল ও পাশ থেকে মাটি খননে সিরাজগঞ্জের কাজিপুরের বরইতলা-উদগাড়ী-মাথাইলচাপড় সড়কের একটি ব্রিজ দেবে গেছে।
শনিবার (১৪ আগস্ট) সকাল ৯টা থেকে ব্রিজটিতে ফাটল ধরে। ধীরে ধীরে এর বিস্তৃতি বাড়তে থাক। এক পর্যায়ে দেবে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, ওই সেতুর ওপর দিয়ে দিনে রাতে অতিরিক্ত বালুভর্তি ট্রাক চলাচল করে। শনিবারও ব্রিজে ফাটল ধরা অবস্থায় বেশকটি বালুভর্তি ট্রাক পারাপার হয়েছে। এরপর ফাটল আরও বেশি দেখা দেয়।
অন্যদিকে কিছুদিন আগে জলাবদ্ধতা দূরীকরণে খাল খননের কাজ শুরু করে উপজেলা প্রশাসন। ওই ব্রিজের নিচেও খনন কাজ চালানো হয়। ফলে ব্রিজের নিচ থেকে মাটি সরে যায়।

এছাড়া গত কয়েকদিনের ভারি বর্ষণে ওই খালে পানি প্রবাহ বেড়ে যায়। এ অবস্থায় ব্রিজটির ওপর বালুভর্তি ট্রাক উঠলে কাঁপতে থাকে। একপর্যায়ে শনিবার দুপুরের দিকে সেটা দেবে যায়। বিকল্প কোনো সড়ক না থাকায় চলাচলে হাজারও মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম ও হায়দার আলী বলেন, বালুভর্তি ট্রাক চলাচলেই ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এতে বেশি দুর্ভোগে পড়তে হয়েছে এলাকাবাসীদের। তারা দ্রুত ব্রিজটি মেরামতের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী বলেন, আমরা খবর পেয়েছি। উপজেলা ইঞ্জিনিয়ারকে বিষয়টি জানানো হয়েছে। দ্রুতই সেখানে বিকল্প রাস্তা করে দেয়া হবে।
ইউসুফ দেওয়ান রাজু/এসজে/এএসএম