সিলেট বিভাগে করোনায় আক্রান্ত-মৃতের সংখ্যা কমেছে
ফাইল ছবি
সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ৩৫৯ জন।
এর আগের দিন রোববার (১৫ আগস্ট) করোনায় ১৩ জন মারা যান আর শনাক্ত হয়েছিলেন ৪৬০ জন।
সোমবার (১৬ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত করোনা বিষয়ক দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্য ৩৫৯ জন পজিটিভ শনাক্ত হন। একই সময়ে সুস্থ হয়েছেন ৩৯১ জন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৮৪৮ জন করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন।
সব মিলিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা ৯০২ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ২৭১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ হাজার ৩৭ জন।
ছামির মাহমুদ/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাতের আঁধারে সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণের অভিযোগ
- ২ টানা ৪১ দিন জামায়াতে নামাজ আদায় করে বাইসাইকেল পেলো ৩৫ শিশু-কিশোর
- ৩ নিঃশর্ত ক্ষমা চেয়ে সেই চিকিৎসক বললেন ‘আমারও বেয়াদবি হয়েছে’
- ৪ ফরিদপুরে ক্যানসারের অস্ত্রোপচার করলেন ওটি বয়, হাসপাতাল সিলগালা
- ৫ ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল