দুই জেলার সংযোগে কাঠের ব্রিজ, দেখার যেন কেউ নেই
প্রায় দুই বছর আগে ভেঙে যায় জয়পুরহাটের পাঁচবিবি থেকে নওগাঁর ধামুইরহাট উপজেলার সংযোগ ব্রিজটি। এরপর সেখানে একটি কাঠের ব্রিজ বানিয়ে দেয় কর্তৃপক্ষ। এরপর ব্রিজটি পুনর্নির্মাণ বা সংস্কারের কথা যেন কারোই মনে নেই।
সরেজমিনে দেখা যায়, ব্রিজটি দিয়ে যাতায়াত করেন দুই উপজেলার হাজারও মানুষ। উপায় নেই তাই শত শত যানবাহনও চলাচল করে কাঠের ব্রিজ দিয়েই। এতে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। তবে উপায় না থাকায় শত শত মাইক্রো, পিকআপ, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের হালকা-ভারি যানবাহন ও যাত্রী চলাচল করে জীবনের ঝুঁকি নিয়েই।

স্থানীয়রা জানান, আশপাশের ৬০-৬৫ গ্রামের মানুষ এই ব্রিজটি ব্যবহার করেন। ব্রিজটি ব্যবহারে দুর্ভোগ কেবল যানবাহনের ক্ষেত্রেই হচ্ছে তা নয়। বিপাকে রয়েছেন এ পথে যাতায়াত করা দুই জেলার কৃষকসহ সাধারণ মানুষ। ভারি যানবাহনে কৃষিপণ্য বা নানা ধরনের বাণিজ্যিক সামগ্রী এ পথে পরিবহন সম্ভব নয়। তাই বিকল্প পথে প্রায় ২৫-৩০ কিলোমিটার ঘুরে যেতে হয় গন্তব্যে। এতে সময় যেমন বেশি লাগে তেমনি খরচও হয় অনেক বেশি। ফলে মহা বিপাকে পড়েছেন দুই জেলার কৃষক ও সাধারণ ব্যবসায়ীরা।

পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল আলম বেনু বলেন, এ পথে প্রতিদিন শত শত যানবাহন ও হাজারও মানুষ যাতায়াত করে। ব্রিজটি ভেঙে যাওয়ায় সাধারণ মানুষকে খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জয়পুরহাট এলজিইডির উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ূম বলেন, ব্রিজটি নির্মাণের আগে ডাইভারশন বা বিকল্প চলাচলের ব্যবস্থা করতে হবে। তবে দ্রæত সময়ের মধ্যে ব্রিজটি পুনর্নির্মাণ বা সংস্কারের ব্যবস্থা করা হবে।
রাশেদুজ্জামান/এএইচ/এএসএম