ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নদীতে ভেসে উঠল নবজাতকের মরদেহ

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ১৭ আগস্ট ২০২১

লালমনিরহাটের হাতীবান্ধায় সানিয়াজান নদীর ওপর নির্মিত ব্রিজের নিচ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, নদীতে নবজাতকের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সেখান থেকে একদিন বয়সী মরদেহটি উদ্ধার করা হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর ডায়েরি করা হয়েছে।

মো. রবিউল হাসান/আরএইচ/এএসএম