আক্কেলপুরে ইউএনও পরিচয়ে প্রতারণা
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয় দিয়ে চার শিক্ষকের কাছ থেকে ৩২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র।
মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে ইউএনওসহ ভুক্তভোগী চারজন শিক্ষক আক্কেলপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগীরা জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার ভদ্রকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহারের মুঠোফোনে একটি কল আসে। অপর প্রান্ত থেকে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিচয় দিয়ে সরকারি ল্যাপটপ বরাদ্দের কথা জানান। এ জন্য খরচ বাবদ প্রত্যেক শিক্ষকে আট হাজার টাকা করে দিতে বলা হয়। নাজমুন নাহার, সহকারী শিক্ষক কল্লোল হাসান ও লায়লা আনজুমান আট হাজার টাকা করে পাঠান। একই নম্বর থেকে উপজেলার দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুআরার কাছ থেকেও আট হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র।
ভদ্রকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্লোল হাসান বলেন, আমাদের বিদ্যালয়ের তিন জনের কাছ থেকে ল্যাপটপ প্রদানের নাম করে চব্বিশ হাজার টাকা হাতিয়ে নেয়। আমরা সরল বিশ্বাসে টাকাগুলো প্রদান করি। পরে বুঝতে পেরেছি আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
আক্কেলপুর উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র পরিকল্পনা করে এমন কাজ করেছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং সকলকে প্রতারক চক্রের বিষয়ে সচেতন করে নির্দেশনা প্রদান করা হয়েছে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকি করছি। প্রতারকের নম্বরগুলো দিয়ে শনাক্ত করার চেষ্টা চলছে।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান বলেন, ইতোমধ্যে থানায় দুইটি ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। এখন পর্যন্ত প্রতারক বা প্রতারক চক্রের কোনো পরিচয় পাওয়া যায়নি।
রাশেদুজ্জামান/আরএইচ/এমকেএইচ