ঘর দেয়ার নামে ঘুষ নেয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
সিরাজগঞ্জের তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়ার নামে অর্থ নেয়ার অভিযোগে উপজেলার ৩নং সগুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টি এম আব্দুল্লাহেল বাকীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) স্থানীয় সরকার পল্লী উন্নায়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইউপি- ১ শাখার উপ-সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত পত্রে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে বিষয়টি তাড়াশ ইউএনও মো. মেজবাউল করিম নিশ্চিত করেন।
তিনি জানান, সাময়িক বরখাস্ত হওয়া সগুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টি এম আব্দুল্লাহেল বাকীকে সাময়িক বরখাস্তের পাশাপাশি স্থানীয় সরকার বিভাগ থেকে কারণ দর্শানোর চিঠিও দেয়া হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান টিএম আব্দুল্লাহের বাকী বলেন, এখনো সাময়িক বরখাস্তের চিঠি পাইনি।
ইউসুফ দেওয়ান রাজু/এএইচ/জেআইএম